চট্টগ্রাম ব্যুরো

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা থেকে পালানো কিশোরী চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকায় কুমিল্লা থেকে বন্ধুর সঙ্গে চট্টগ্রামে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। গত সোমবার রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে দুই দফায় ধর্ষণ করা হয় তাকে।

পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয় শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের সঙ্গে জড়িত দুজন ব্যাটারিচালিত রিকশাচালক।

খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুজিবর রহমান বলেন, শারীরিক পরীক্ষার জন্য গত মঙ্গলবার দুপুরে কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তরুণীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আবুল কালামকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বন্ধু জানিয়েছেন, ‘কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেল তিনটায় রওনা দিয়ে দুজন পাহাড়তলী রেলস্টেশনে নামি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাউতলা রেল স্টেশনে আসি। পাহাড়তলী রেললাইন ধরে হেঁটে হেঁটে যাই। আমরা পথ চিনি না বললে আমাদের সাহায্য করার নাম দিয়ে এক পাশে নিয়ে যায়। সেখানে ৪ থেকে ৫ জনের একটি দল ছিল। পরে আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে চলে যেতে বলে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close