reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

দিনব্যাপী কর্মশালা

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় ওল্ডার পিপলস ক্লাব কার্যক্রম বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

কর্মশালায় টুঙ্গিপাড়া ইউএনও মো. মঈনুল হকের সভাপতিত্বে পদক্ষেপের উপদেষ্টা (শিক্ষা) ড. রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক মনিরুজ্জামান সিদ্দিক, গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, সিটিএম প্রকল্পের ট্রেনিং এক্সপার্ট আয়শা সিদ্দিকা, জেলা প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ঈদে মিলাদুন্নবী (স.)

শালিখা প্রতিনিধি

মাগুড়ার শালিকা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল উচ্চবিদ্যালয়ের ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি হাসিনা মমতাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি নয়নুজ্জামান নয়ন।

পৌর সম্মেলন

ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার সম্মেলন হয়েছে। গত বুধবার বিকেলে ধনবাড়ী নওয়াব শাহী ঈদগা মাঠে এ সম্মেলন হয়। দলের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ফয়সাল আহমাদের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন দলের ধনবাড়ী পৌর শাখার আহবায়ক মুস্তাফিজুর রহমান। এতে এসময় প্রধান অতিথি ছিলের ইসলামী আন্দোলনের টাঙ্গাইল জেলা সভাপতি মুহাম্মদ আকরাম আলী। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল আমিন। বক্তব্য দেন দলের টাঙ্গাইল শাখা সদস্য রেজাউল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close