সংক্ষিপ্ত সংবাদ
ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নূর মোহাম্মদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে জেলার নাসিরনগরে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নুরপুর গ্রামের বাসিন্দা। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, নুর মোহাম্মদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক মামলায় তার বিরুদ্ধে নাসিরনগর থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটক নুর মোহাম্মদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাঠ দিবস
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৎসজীবীদের নিয়ে আধা নিবিড় পদ্ধতিতে কার্প জাতীয় মাছের উন্নয়ন ও মোটাতাজাকরণের পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ও পিকেএসএফ-এর সহায়তায় মদনা ইউনিয়নে পারকৃষ্ণপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে মৎসজীবী সংগঠনের অন্যতম সংগঠক সাধন হালদারের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আজাদ হোসেন, বিএনপির পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সভাপতি শফিউল্লাহ শফি প্রমুখ।
অভিভাবক সভা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব?্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) কনক কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব?্য দেন পঞ্চগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ব্যিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন (বাবু)। অভিভাবকের মধ্যে বক্তব্য দেন ছায়দার রহমান, রিতা আক্তার প্রমুখ।
মতবিনিময় সভা
বেলাব প্রতিনিধি
নরসিংদী বেলাবতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা গতকাল সকাল ১১টায় বেলাব থানার হলরুমে হয়। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) আফসান আল আলম। সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুধন চন্দ্র সূত্র ধর, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আবদুল জলিল, দপ্তর সম্পাদক আলী হোসেনসহ ৮টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ২১টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা।
মাসিক সভা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি আজিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ লায়লা পারভীন বানু, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার প্রমুখ।
মতবিনিময়
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বাউফল থানার উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে থানার কনফারেন্স রুমে ওসি শোনিত কুমার গায়েনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাউফল সেনা বাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সানজিদ। পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কেউ কেউ ওঁৎ পেতে থাকতে পারেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
"