reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

তৃণমূল জনসম্মিলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এসডিজির অগ্রগতি পর্যালোচনায় তৃণমূল জনসম্মিলন গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এসডিজি অ্যাকশন এলায়েন্স বাংলাদেশ ও এনআরডিএস-এর যৌথ উদ্যোগে গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেন্সট পোভার্টির (জিক্যাপ) সহযোগিতায় নোয়াখালী পৌর মিলনায়তনে দারিদ্র্য ও অসমতা নিরসন এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবিতে জনসম্মিলন হয়।

এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন।

প্রাইস প্রকল্প

পটুয়াখালী প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে শুরু হয়েছে প্রাইস প্রকল্প। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বেসরকারি সং¯’ার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারিতাস বাংলাদেশে কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপ¯ি’ত ছিলেন।

ফেনসিডিলসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআইসহ ৩ জনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব-৬। গত সোমবার রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এই আই সাজ্জাদুর, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সোহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফারুক। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে- হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সম্মান প্রর্দশন করে হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

পতাকা মিছিল

সিংড়া প্রতিনিধি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে নাটোরের সিংড়ায় পতাকা মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স এলাকায় এই কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত নার্সিং ও মিডওয়াইফারিরা। নার্সিং সুপারভাইজার সখিনা খাতুনের সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভা

ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের নব যোগদান করা জেলা প্রশাসক মুফিদুল ইসলামের সঙ্গে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত সোমবার সূধীজনের মতবিনিময় সভা হয়েছে। ইউএনও এ,বি,এম আরিফুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চলনায় বক্তব্য দেন ওসি মো. রাশেদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close