গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

গুরুদাসপুরে উঠানেই গৃহকর্তাকে কুপিয়ে খুন তিন ডাকাত আটক

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির বাধা দেওয়ায় বাড়ির উঠোনেই হারেজ আলী (৭৫) নামের একজন কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর জখম হয়েছেন তার স্ত্রী অলেদা বেগম (৬৫)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার ভোরের দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ওই গ্রামের তিনজন আটক হয়েছে।

হত্যার শিকার হারেজ বৃ-চাপিলা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। গ্রামে তিনি ছিলেন বিত্তবান লোক। তার ছেলে কামাল হোসেন প্রবাসী।

আটক ব্যক্তিরা হলেন চাপিলার আদর্শ গ্রামের মাসুদ রানা (৩০), ছেলে সুমন আলী (৩০) ও মনিরুল ইসলাম (২০)। আটক তিনজনসহ তাদের সহযোগীরা সবাই নেশাগ্রস্থ। নেশার টাকা জোগাড় করতে এলাকায় তারা চুরি-ডাকাতি সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন চাপিলা ইউপি চেয়ারম্যান।

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, সোমবার একটি পুকুর লিজ দিয়ে প্রায় ৯ লাখ টাকা পান হারেজ আলী। মূলত সেই টাকা লুটের উদ্দেশ্যে মঙ্গলবার সাড়ে ৪টার দিকে হারেজ আলীর বাড়িতে ঢুকে পাঁচ সদস্যের ডাকাত দল। ওই টাকাসহ স্বর্ণালংকার লুটপাটে বাধা দিয়ে ডাক-চিৎকার করলে দুর্বৃত্তরা হারেজ ও তার স্ত্রীকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক বলেন, সেনাবাহিনীর সহযোগীতায় মাসুদসহ সুমন ও মনিরুল নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও বাকিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close