প্রতিদিনের সংবাদ ডেস্ক
আলমডাঙ্গা-সিংগাইর-শ্রীপুর
তিন স্থানে অপমৃত্যু মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর ফাহিম নামে সাড়ে ৪ বছরের এক শিশুর, মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির এবং গাজীপুরের শ্রীপুরে গলায় ওড়না পেঁচানো রাহেলা নামে এক নারী পোশাক শ্রমিকোর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবি ও সোমবার এসব লাশ উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গার রায়সা গ্রামে নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকাল ১০টায় রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার দুপুর ২টার দিকে ফাহিম বাড়ি থেকে নিখোঁজ হয়। সে উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।
মানিকগঞ্জের সিংগাইর প্রতিনিধি জানান, খবর পেয়ে থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি জানান, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো রাহেলা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহেলা নেত্রকোনার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। সে মুলাইদ গ্রামের জনৈক বাদল মিয়ার বাড়িতে স্বামী সুজন মিয়াকে (৩৫) নিয়ে ভাড়া থেকে স্থানীয় ব¬ু প¬্যান্ট নামক পোশাক কারখানায় চাকরি করতো। সুজনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক।
"