হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হরিরামপুর

স্থায়ী বেড়িবাঁধের দাবিতে পদ্মার চরাঞ্চলে মানববন্ধন

আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন জায়গা ভাঙনের শিকার

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর বুকে জেগে উঠা আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন জায়গা ভাঙনের শিকার হচ্ছে। ওই এলাকা রক্ষায় বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে চরাঞ্চলের জনসাধারণ, বেসরকারি সংগঠন সবুজ সংহতি ও বারসিক-এর আয়োজনে। গতকাল মঙ্গলবার দুপুরে চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী পদ্মাপাড়ে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, হরিহরদিয়া ও গঙ্গাধরদী এলাকার দুইশতাধিক বাড়িঘর, সেলিমপুর ও পাটগ্রামের শত শত একর ফসলি জমি, আজিমনগর এবং সুতালড়ি এলাকায়ও কয়েকশ বিঘা ফসলি জমি নদী ভাঙনের ফলে বিলীন হয়ে গেছে। ফসলি জমি ও বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। চলতি বছর পদ্মায় বিলীন হয়েছে হরিহরদিয়া এলাকার নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গঙ্গাধরদী এলাকায় পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য নান্নু প্রামাণিক বলেন, দুই শতাধিক বাড়িঘর এবার (চলতি বছর) পদ্মায় ভাঙছে। তার নিজের বাড়িসহ ২০০-৩০০ বিঘা ফসলি জমিও পদ্মায় বিলীন হয়ে গেছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৗশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মানববন্ধনে উপস্থিত ছিলেন নটাখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গোলাম মহীউদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, লেছড়াগঞ্জ ইউপির সদস্য জাহিদ হোসেন, মনোয়ারা খাতুন, বাবলু মিয়া, শাহিন মোল্লা, মোতালেব হোসেন ও সাবেক ইউপি সদস্য সদস্য শহিদ মোল্লা, নিজাম উদ্দিনসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close