ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষককে বরখাস্ত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা উপজেলা চত্বরে এসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় অনিয়ম দুর্নীতির অভিযোগে নানা স্লোগান শুরু করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তারপর প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বিদ্য্যলয়টির সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহাম্মেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। ১৫ দিন ধরে আন্দোলন চলমান অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপেও ওই আন্দোলন নিয়ন্ত্রণে আসেনি।
ইউএনও ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সারমিনা সাত্তার বলেন, তদন্ত কমিটির কাজ শেষ হয়নি, কিন্তু শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনার লক্ষ্যে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
"