reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

মাঠ দিবস

পটুয়াখালী প্রতিনিধি

ফিড দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট র্স্মাট অ্যাগ্রিকালচার অ্যাক্টিভিটি গুটাইলা স্থানীয় কৃষকের জাত (সিএসএ) ব্রি-ধান ৪৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অধীন ইউএসএআইডি-এর অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে আমতলীর চাওড়া ইউনিয়নে ঘটখালী গ্রামের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর আমতলীর কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম।

মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুজনের উপজেলা কার্যনির্বাহী কমিটির ওই সভা গত শনিবার সন্ধ্যায় কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়াবাসী আগামিতে কেমন নির্বাচন পদ্ধতি দেখতে চাই সেই বিষয়ে পরামর্শ ও প্রস্তাবনা প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়। কলারোয়া সুজন সভাপতি আবু নসরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান।

লোহা-কয়লা চুরি

সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় অভিনব চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে কারখানার ফাউন্ড্রি শপের ফার্নেস (চুল্লি) কেটে ৩ টন লোহা ও ৪ টন কয়লা চুরি করে নিয়ে যায়। গতকাল রবিবার সকালে কর্মরত শ্রমিক-কর্মচারীরা কারখানায় বিষয়টি জানাজানি হয়। রেল সূত্র জানায়, গত শুক্রবার ও শনিবার দুদিন রেলওয়ে কারখানাটি সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ থাকে। এই সুযোগে চোরেরা গাছ বেয়ে উপরে উঠে কারখানার প্রাচীর টপকে রেলওয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ভারপ্রাপ্ত বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শেখ হাসানুজ্জামান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবৃত্তি প্রদান

আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গতকাল রবিবার এসব উপকরণ প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভুক্ত পাঁচ ছাত্রীর হাতে বাই-সাইকেল ও ৫৩ জন শিক্ষার্থীর হাতে মোট ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫এ২ জেলার জেলা গভর্নর লায়ন মোহাম্মাদ হানিফের এ বছরের কল ‘মানবতা আমাদের অনুপ্রেরণা’ এ স্লোগান সামনে রেখে এলসিআইএফ ইমার্জেন্সির অর্থায়নে ও লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সার্বিক সহযোগিতায় কাজিপুর, সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙন কবলিত হতদরিদ্র ৪০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবণ, চিড়া, সাবান, তেল ও গুড়সহ ৮ পদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলের ফুলজোর গ্রামে কর্মসূচি উদ্বোধন করা হয়।

দোয়া মাহফিল

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এম,এল,এম মাহবুব চৌধুরী, হাফিজুর রহমান খান দিলু, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, কৃপাসিন্দু রায় চৌধুরী, প্রশান্ত কুমার চক্রবতী, বজলুর রহমান, মাওলানা আব্দুছ সবুর, রাখাল দাশ, রাজিব রায় ও দারোয়ান লিয়াকত আলীর মৃত্যুবার্ষিকী ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজন উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টায় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের হলে এ দোয়া মাহফিল হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close