কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-কেন্দুয়া
বাইপাস সড়কের দাবিতে গণস্বাক্ষর
‘নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক’ প্রকল্পের কেন্দুয়া পৌরসভা এলাকায় ভূমি অধিগ্রহণ না করে জনস্বার্থে পৌর শহরের বাহির দিয়ে বাইবাস সড়ক নির্মাণের দাবি জানিয়ে গত ৮ সেপ্টেম্বর গণস্বাক্ষর করে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
জানা গেছে, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ‘নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক’ শীর্ষক প্রকল্পের জন্য গত বছরের ১৫ জানুয়ারি ও চলতি বছরের ১৮ আগস্ট ভূমি অধিগ্রহণের নোটিশ প্রদান করেন।
এরই পরিপ্রেক্ষিতে কেন্দুয়া পৌরসভার দিগদাইর, বাদে আঠারবাড়ী, কমলপুর ও টেংগুরী মৌজার অধিবাসীদের গণস্বাক্ষরসহ কেন্দুয়া পৌরসভা এলাকায় ভূমি অধিগ্রহণ না করে পৌর এলাকার বাহিরে বাইপাস সড়ক নির্মাণ করার জন্য গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসী । গতকাল বিকেলে সরেজমিনে জানা যায়, প্রস্তাবিত এলাকায় ভুক্তভোগীগণ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছেন। এ সড়কের পাশেই প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, একাধিক কিন্ডারগার্টেন, পৌরসভা ভবন, পেট্রোল পাম্প, প্রাইভেট হাসপাতাল, মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা রয়েছে। কেন্দুয়া পৌরশহরে মহাসড়ক হলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়বে।
এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, এলাকাবাসীর গনস্বাক্ষরসমেত ভূমি অধিগ্রহণ না করার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছি।
"