শালিখা (মাগুরা) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৪
শালিখার নতুন ইউএনও হাসিনা
মাগুরার শালিখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন হাসিনা মমতাজ। এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। গতকাল রবিবার সকালে ইউএনওর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে, হাসিনা মমতাজ চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেন তিনি। প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। বিগত নির্বাহী কর্মকর্তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং সেবা প্রত্যাশী ও সাধারণ জনতার মতামতের ভিত্তিতে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাসিনা মমতাজ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন