গাজীপুর প্রতিনিধি
বিরোধের জের
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা রাতে মহানগরের পশ্চিম মারিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৈকত ইসলাম সুজন ঢাকার ধামরাই থানার গাজীরবাড়ি এলাকার মৃত. বাবুল হোসেনের ছেলে।
জিএমপির সদর থানার এসআই জহিরুল ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় এক বন্ধুর সাথে পশ্চিম মারিয়ালি এলাকার ভাঙা ব্রিজের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন সুজন। এ সময় দুইটি মোটরসাইকেলযোগে কয়েক যুবক সেখানে গিয়ে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেয়ার পথে তার অবস্থার আরও অবনতি হলে পুনরায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের কুনুই, হাটু, গোড়ালিসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন।
"