নেত্রকোনা প্রতিনিধি
পূর্বধলার খুলিশাউর ইউপি
চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ
গত ১৫ বছরে নানা অপকর্মের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় খুলিশাউর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পূর্বধলা-শ্যামগঞ্জ সড়কের ফাজিলপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিগত সময়ের হামলা মামলা ও হয়রানির শিকার সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, খলিশাউর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরউদ্দিন রব্বানী, কৃষকদলের সভাপতি মো. আদম আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন-অর রশিদ হারুন, সানোয়ার হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা বাচ্চু,খলিশাউড় ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক সামছুল হক লালচাঁনসহ অনেকে।
তবে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ কে বহাল রাখতে উপজেলা বিএনপির বেশকজন নেতা পক্ষ নেয়ায় তারও প্রতিবাদ করেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা।
"