সংক্ষিপ্ত সংবাদ
প্রশিক্ষণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণের আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। গত মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ উপপরিচালকের কার্যালয় প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ভারপ্রাপ্ত) উপপরিচালক এ কে এম মফিদুল ইসলাম।
কর্মশালা
তেঁতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে একদিনের কর্মশালা হয়েছে। গতকাল বুধবার সকালে মহানন্দা ইকো কর্টেজ হলরুমে বাংলাদেশে সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা আশা এর আয়োজন করে। উপজেলা সদর ব্রাঞ্চের সহকারি ম্যানেজার জয়শংকর এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন মো. আসাদুজ্জামান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, আশা তেঁতুলিয়া অঞ্চল, পঞ্চগড়। স্বাগত বক্তব্য দেন তেঁতুলিয়া সদর ব্রাঞ্চের ম্যানেজার নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসসহ আরো অনেকে।
মতবিনিময়
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়াম এ মতবিনিময় হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চলের এসডিডিবি প্রকল্প কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজী টুলু। কারিতাস ঢাকা অঞ্চলের এসডিডিবি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খানের সভাপতিত্ব করেন।
বিক্ষোভ
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। গত মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সারগুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে। পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। শ্রমিক নেতা আল-আমীন জানান, রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন ধরে সে পুনরায় চাঁদা দাবি করছে।
বণিক সমিতি নির্বাাচন
ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর হাসপাতাল রোড বনিক সমিতির নির্বাচনে মাহবুবুর রহমান মোস্তফা সভাপতি, সোলাইমান কবির বিশ্বাস খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় এ নির্বচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে অন্যান্য নির্বাচিতরা হলেন সহসভাপতি আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, সহসম্পদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক শুকুর মামুদ, সহসাংগঠনিক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম কে কামাল, প্রচার মাজহারুল ইসলাম।
বাইসাইকেল বিতরণ
আটোয়ারী প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে গরিব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এডিপির অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির কামরুল হাসান প্রমুখ।
"