পবিপ্রবি প্রতিনিধি
পবিপ্রবিতে বাধায় পণ্ড সভা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেশ পূনর্গঠনের বিষয়ে মতবিনিময় সভার করার উদ্দেশ্যে এসেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) সভাকক্ষে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্যাম্পাসে উপস্থিত হতে পারেননি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। অভিযোগ পাওয়া যায়, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ক্যাম্পাসে আসতে বাধা দেয়।
এদিকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সভা শুরু হলেও বিশ্ববিদ্যলয়ের ছাত্রদলপন্থী কিছু শিক্ষার্থী অপ্রাসঙ্গিক প্রশ্ন করে হান্নান মাসুদকে হেনস্তা করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করেন ও অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে অনুষ্ঠানটি প- করে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূলধারার সংগঠন ব্যতিত সবধরনের সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
"