লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বিএনপির দু’পক্ষের দ্বন্দ্ব
লোহাগড়ায় আধিপত্য বিস্তারে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুই সহদর নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামে কালাম হুজুরের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে খান মাহমুদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কুপিয়ে স্থানীয় বাসিন্দা সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৪) ও জিয়ারুল শেখকে (৪১) হত্যা করে।
এ সময় আরেক ভাই ইরান শেখকে (৫২) কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে। হত্যার শিকার দুজনের বড় ভাই মল্লিকপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো, মুরাদ শেখ এ তথ্য জানান।
এদিকে ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম। লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, চরমল্লিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
"