তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
তিতাসে শিক্ষকের নামে মামলা প্রত্যাহার দাবি
কুমিল্লার তিতাসে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও তিতাস উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
গত রবিবার সকালে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন হয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বাতাকান্দি বাজারের হোমনা-গৌরীপুর সড়কে এসে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজামান শুভ, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, কৃষ্ণ চন্দ্র বর্মন, এনামুল হক, ইয়াকুব আলী সুমন এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
এদিকে, একই মামলার অপর আসামি ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের প্রভাষক শাহিদুল ইসলাম সাদ্দাম মাস্টারকে মামলায় আসামি করায় তিতাস উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
"