রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থান

রাজবাড়ীতে হামলায় জড়িতরা এখনো হুমকি দিচ্ছে শিক্ষার্থীদের

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাকারী ও মদদদাতাসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে একটি স্মারকলিপি দিয়েছে তারা।

গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে রাজীব মোল্লা, রিয়াজ, সৌরভ শিকদার, নাহিদ শেখ, সাইফ ইসলামসহ শিক্ষার্থীদের একটি দল জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের কাছে স্বারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী, শামসুল হক জজ ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে চিহ্নিত সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। এতে আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও আহত হয়।

বক্তারা বলেন, হামলায় জড়িত চিহ্নিত ব্যক্তিরা এখনো প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিতে-গলিতে দাপটের সঙ্গে ঘোরাঘুরি করছে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী-জনতাকে হুমকি-ধামকি দিচ্ছে। এতে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনতিবিলম্বে ওই সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close