খুলনা ব্যুরো

  ১০ সেপ্টেম্বর, ২০২৪

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে মানববন্ধন

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল সরকারিভাবে চালু করার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। গতকাল সোমবার সকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বন্ধ করে দেওয়া পাঁচটি পাটকলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

ক্রিসেন্ট জুট মিলস কোম্পানি লিমিটেড কারখানা কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কারখানাটির কমিটির আহ্বায়ক শামসুজ্জোহা ডিয়ার।

এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে খুলনার রাষ্ট্রায়ত্ব পাঁচটি জুট মিল সরকারিভাবে চালুসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

বক্তৃতা করেন শ্রমিক নেতা বিপ্লবুর রহমান কুদ্দুস, মো. নুরুল ইসলাম. মনির হোসেনসহ বিভিন্ন কারখানা কমিটির নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close