মির্জাপুর ও শাহজাদপুর প্রতিনিধি
মির্জাপুরে নদীতে শাহজাদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মরদেহ ও সিরাজগঞ্জে শাহজাদপুরে পুকুরে পানিতে ডুবে অরেক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি জানান, উপজেলার লৌহজং নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘন্টা পর শিশু শিক্ষার্থী ফাতেমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের লৌহজং নদীর ধসতিরাপাড়া এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উপজেলার বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের ছোট মেয়ে ফাতেমা। সে বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন মাদরাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার।
পরিবার জানান, বৃহস্পতিবার সকাল ১২টার দিকে সাহাদত হোসেন খানের ছেলে সোহান খানের সঙ্গে মাছ ধরতে চান্দুলিয়া নদীতে যায়। ফাতেমাকে নদীর উত্তর পাড়ে রেখে সোহান সাতার কেটে নদীর দক্ষিণ পাড়ে মাছ ধরতে যায়। ওইসময় ফাতেমা অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখতে পায়।
এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি জানান, উপজেলার একটি পুকুরে ডুবে রাহাত নামে এক শিশু মারা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বাড়াবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বাড়াবিল গ্রামের গামেন্টস কর্মী শাহিনের ১৮ মাসের শিশু রাহাত তার বাড়ির পাশের পুকুরে ডুবে পড়ে মারা যায়। এ সময় তার নানী বাড়ি ছিলনা। পরে তার নানী বাড়িতে এসে শিশুকে না দেখে এক পর্যায়ে পুকুরের মধ্যে থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় পিপিডি হাসপাতালে ও পরে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
"