ঝালকাঠি ও রাজাপুর প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া
জমি নিয়ে বিরোধে মারধরে বৃদ্ধের মৃত্যু
নারীসহ আরো তিনজন আহত * অভিযুক্তরা দুই পরিবারের সদস্য
ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুলতান খান (৭৫) নামে এক বৃদ্ধ মারধরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীসহ আরো তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সুলতান খান ওই গ্রামের প্রয়াত ওয়াজেদ আলী খানের ছেলে। আহতরা হলেন আফজাল খান, হেলাল খান ও হেলেনা বেগম। তারা সবাই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
সুলতান খানের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম জানায়, তাদের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে আওরাবুনিয়া এলাকার মনির হাওলাদার, স্বপন হাওলাদার, শহিদ হাওলাদার, বাচ্চু হাওলাদার, ইলিয়াস হাওলাদার, জাকির হাওলাদারসহ কয়েকজন সকালে চাষাবাদ করতে আসেন। এ সময় সুলতান খান, আফজাল খান, হেলাল খান, হেলেনা বেগম বাধা দেন। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা তাদের মারধর করেন। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা খানকে মৃত ঘোষণা করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সাহেদ খান বলেন, নারীসহ চারজনের মধ্যে তিনজনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। সুলতানা খান নামে এক বৃদ্ধ আমাদের কাছে আসার আগেই মৃত্যু হয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুলতান খানে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
"