সিরাজগঞ্জ প্রতিনিধি
সলঙ্গায় নিখোঁজের ২ দিন পর মিশুক চালকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় মন্জিল শেখ নামে এক অটোচালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে সলঙ্গা থানার দেশ ইটভাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে মিশুকগাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত মন্জিল শেখ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, দুইদিন আগে মিশুকগাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মন্জিল শেখ। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় তার হাত-পা বাধা লাশ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
"