শাবিপ্রবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর, ২০২৪
শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার উপ-রেজিট্রার ইউনুস আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি (সৈয়দ ছলিম) বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন