টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর, ২০২৪
বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে ফরিদ হোসেন নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গত বুধবার মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফরিদ হোসেন নোয়াখালীর সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ফরিদ। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েক যুবক তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন