কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শিক্ষকদের জোর করে অপসারণের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জোরপূর্বক অপসারণ, হেনস্থ করা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা বিবৃতি এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা সত্যেন্দ্রনাথ বন্দেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনের রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করে রাখা হয়।
পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি দাওয়ার একটি স্মারকলিপি দেয় তারা। ওই বিদ্যালয়ের ছাত্রী জান্নাতী বলেন, এই শিক্ষকরাই আমাদের গড়ে তোলছেন। জাতি গঠনের কারিগর হচ্ছেন তারা। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর সারাদেশে শিক্ষকদের ওপর হামলা-নির্যাতন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারছি না। এ কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছি।
"