সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

করতোয়া থেকে বালু তোলায় দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে দুই ড্রেজার শ্রমিককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার বিকেলে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাকালী গ্রামের আবু হানিফ (৫২) ও ফরিদপুরের চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মো. নান্টু (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। খবর পেয়ে ওইখানে অভিযান চালিয়ে দুই ড্রেজার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close