কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

কামারখন্দে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ, বিপ্লবকে দ্রুত গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জের কামারখন্দে এক পরিবারকে চাঁদাবাজি ও নানা ভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ভুক্তভোগী পরিবার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এসব তথ্য জানান। এর আগে, অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তার বাড়ি বেলকুচি উপজেলার চরসমেশপুুর এলাকায় পুলিশ অভিযান চালালে সে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী পরিবার জানান, কামারখন্দ উপজেলার রায়দৈালপুর ইউনিয়নের চরবাশঁবাড়ীয়ায় সরকারের দেওয়া অসহায় অসচ্ছল ভূমিহীন পরিবারকে দেওয়া গুচ্ছ গ্রামকে মাদকের আস্থানা করে রেখেছে বিপ্লব। এ ছাড়া মাদক বিক্রি, বন্ধুদের নিয়ে সেবন, অসহায় মানুষকে নানা ভাবে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও পাওয়া গেছে তার নামে। গত সোমবার রাতে কিছু মাদক সেবনকারী ও দুর্র্র্বৃত্ত আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে এলোপাথারিভাবে কুপিয়ে ঘড় ভাঙ্গচুর করে। এবং পরবর্তীতে ঘরে আবার ফিরে আসলে মারপিট করবে বলে হুমকি দেয়। এসব মাদক ব্যবসা ও সেবন ছাড়া আরও অনেক ধরনের অপকর্মের সঙ্গে বিপ্লব জড়িত বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক আগে থেকে বিপ্লব ও তার কিছু সহযোগী এই এলাকায় মাদক বিক্রি সহ অনেক যুবককে মাদক সেবনের সাথে জরিত করেছে । তার বিরুদ্ধে কথা বলে তাদের এলাকায় হাটে যাওয়া সময় ধরে মারধর করতো বিপ্লব।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বিপ্লবের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে এক ভুক্তভোগী। দ্রুত আমরা তাকে গ্রেপ্তার করবো।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা শিগগির আইনগত পদক্ষেপ গ্রহন করবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close