কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয় ভাঙচুর, রেঞ্জারসহ আহত ৫
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বন বিভাগের রেঞ্জ ও বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। গত বুধবার দুপুরে উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
কাঁচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন, বনপ্রহরী মোজাম্মেল হোসেন ও এনামুল হককে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ খবর পেয়ে বুধবার দুপুরে কাঁচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট এলাকায় একটি স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে গেলে মুহূর্তেই তাদের ওপর হামলা চালায় ওৎপেতে থাকা ভূমিদস্যুরা। এ সময় তাদের এলোপাতাড়ি মারধরে দুজন বিট কর্মকর্তা ও তিনজন বনপ্রহরী গুরুতর আহত হন। খবর পেয়ে অন্য বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
"