reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

পরামর্শ সভা

পটুয়াখালী প্রতিনিধি

জলবায়ু বিপর্যয় মোকাবিলায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পটুয়াখালীতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহম্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল রেসকেইউ কমিটির সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে বরিশাল ও খুলনা বিভাগের স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী এই পরামর্শ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষক প্রমুখ।

স্মারকলিপি

তারাগঞ্জ প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিয়ার রহমানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে তার পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক ও তার বড় ভাই বিদ্যালয়ের সভাপতি মফিজাল হোসেন প্রতিষ্ঠানটিকে ‘পারিবারিক বিদ্যালয়ে’ পরিণত করেছেন। তারা দুইভাই ছাড়াও একই পরিবারের ৮ জন বিদ্যালয়ে রয়েছে বিভিন্ন পদে কর্মরত।

শ্রমিকের মৃত্যু

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাছুম হোসেন (১৭) নামের একজন শ্রমীকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাছুম উপজেলার চকচন্ডী গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের ছেলে। ধামইরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি ভবণ নির্মাণ কাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল মাছুম হোসেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাগিংয়ের প্রতিবাদ

মেলান্দহ প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়। পরে তিন দাবিতে বুলিং ও র‌্যাগিং কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের কাছে একটি আবেদনপত্র জমা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে মঙ্গলবার গভীর রাতে সিনিয়রদের হাতে র‌্যাগিংয়ের শিকার হন সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ)। এই ঘটনায় পুরো একদিন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মানববন্ধন

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে এক মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এলাকার ছাত্র ও যুবসমাজের আয়োজনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরিকতীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এসময় বক্তব্য দেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম প্রমুখ।

উপকরণ বিতরণ

কালীগঞ্জ প্রতিনিধি

সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৮৮ জন কৃষকের মাঝে প্রদর্শনীর ১৯ ধরনের গাছের চারা, বীজ, জৈব ও অজৈব সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরন বিতরন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অফিস ইয়ার্ডে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ মৌসুমে এসব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনিসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close