শরীয়তপুর প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স না সরাতে স্থানীয়দের বিক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান স্থানে রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুলফৎগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয় তারা।

স্থানীয় বাসিন্দারা জানায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল নড়িয়ার চরআত্রা, নওপাড়া, ঘড়িসার ইউনিয়নের একটি বড় অংশ; ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের জনসাধারণ ভৌগলিক অবস্থানের কারণে নড়িয়ার হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। হাতাপাতালটি স্থানান্তর করা হলে ওইসব ইউনিয়নের জনসাধারণ স্বাস্থ্যসেবা পেতে বিপাকে পড়বে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মুলফৎগঞ্জ এলাকা থেকে নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের যে প্রক্রিয়া চলছে। হাসপাতালটি যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তর করা হয়, তবে কঠিনভাবে প্রতিহত করা হবে। পুরাতন কমপ্লেক্স থেকে নতুন ভবনে কোনো মালামাল, ডাক্তার, নার্স না নেওয়ার জোড় দাবি জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close