দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রী এমপিসহ ২০০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা

রাজশাহীর দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য (এমপি), তিন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

হত্যারচেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে গত মঙ্গলবার দুর্গাপুর থানায় মামলা করেন জয়কৃঞ্চপুর গ্রামের শাহাদত হোসেন। ওই মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান আলী। 

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলা মেডিক্যাল মোড়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগে গত মঙ্গলবার দুর্গাপুর থানায় মামলাটি করা হয়।

মামলার আসামিদের মধ্যে আছেন বিগত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, নজরুল ইসলাম, আব্দুল মজিদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান ফিরোজ, আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সাবেক পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, আকতার আলীসহ এজাহার ৭০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাসুদ জানান, হত্যারচেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে নামীয় ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করেন বাদী শাহাদত হোসেন। ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close