মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপি নেতা রফিক হত্যাকাণ্ড
তিন ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা রফিক উদ্দিনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার স্ত্রী লায়লা বেগম। গত বুধবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানায় মামলা করা মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজহারনামীয় আসামি নজরুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মামলায় উপজেলার ইছখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও শাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরীকে আসামি করা হয়ে হয়েছে। এছাড়া এজাহারে নামীয় অন্য আসামীরা হলেন নবীর হোসেন নবী ওরফে ট্রাক্টর নবী, হাবিব, মো. আনোয়ার, বাদশা, আনোয়ার, আরিফ মাঈন উদ্দিন, হানিফ, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, মোশাররফ, লোকমান, সবুজ, মো. শাহাদাৎ, ফরিদ হোসেন, রাশেদুল আলম, কামাল উদ্দিন, মোহাম্মদ রিপন, করিম শাহ, আবদুল মান্নান, মুসলিম উদ্দিন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘রফিক উদ্দিনকে হত্যার ঘটনায় তার স্ত্রী লায়লা বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনের নামে মামলা করেছেন। এজহারনামীয় আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন, জমি দখল, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিল। এতে বিরোধীতা করায় বিএনপি নেতা রফিক উদ্দিনের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিত। হত্যার এক সপ্তাহ আগে জাহাঙ্গীর হোসাইন মাস্টারের বালু উত্তোলনে বাধা দিলে রফিক উদ্দিনের সঙ্গে ট্রাক্টর নবীর তর্কবিতর্ক হয়।
এদিকে গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে সাহেরখালী ইউনিয়নের স্লুইচগেইট এলাকায় কিছু দুষ্কৃতিকারী মাছচাষীদের ঘের দখল করতে আসার খবরে আরো ১২ জনসহ ঘটনাস্থলে যান রফিক উদ্দিন। সেখান থেকে ফেরার পথে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানার সামনে রফিকের উদ্দিনকে বহনকারী অটোরিকশার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আসামিরা অটোরিকশা জ্বালিয়ে দেয় ও রফিকের তার হাত-পা ও চোখ বেঁধে এলোপাতারী পিটিয়ে হত্যা করে।পরে স্থানীয় লোকজন, সেনা সদস্য ও শিল্প পুলিশের সহযোগিতায় রফিককে উদ্ধার করে।
"