প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

নিখোঁজ চালকের লাশ ডোবায় প্রতিপক্ষের হামলায় নিহত ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি : রাজাপুরে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ মিলল ডোবায় * চরফ্যাশনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের * হাতিয়ায় জমির নিয়ে বেঁধে মারধরে কৃষক নিহত

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের তিন দিন পর জাহাঙ্গীর হাওলাদার (৫৫) নামে এক ইজিবাইকচালকের মরদেহ হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে ঝালকাঠির রাজাপুরে জাহাঙ্গীর হাওলাদার ও ভোলার চরফ্যাশনে সিরাজ উদ্দিন নামে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার প্রতিপক্ষের মারধরে তারা নিহত হন।

ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি জানান, উপজেলায় হত্যার শিকার জাহাঙ্গীর হাওলাদার উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মৃত জিন্নাত আলী হাওলাদার ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে বলে জানিয়েছেন তার বড় ছেলে মারুফ হাওলাদার।

ছেলে মারুফ হাওলাদার জানান, গত রবিবার সকালে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তার বাবা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও জাহাঙ্গীরের কোনো সন্ধান না পাওয়া সোমবার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার রাতে ফুলহার এলাকার ফজলু হাওলাদার বাড়ির সামনের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দী তারমরদেহ উদ্ধার করা হয়। বস্তার ভেতরে একটা রশি দিয়ে তার হাত-পাঁ বাধা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ক্ষত চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলার চরফ্যাশন প্রতিনিধি জানান, চরফ্যাশনে জমিজমা বিরোধ নিয়ে মো. সিরাজ উদ্দিন (৫৫) নামের একজনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরিবারের আরো তিন জন আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর-যমুনা গ্রামের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজ উদ্দিন ওই গ্রামের মৃত জেবল হকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে দুলারহাট থানা-পুলিশ চরফ্যাশন হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজ উদ্দিনের ছেলে বাদী হয়ে ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দুলারহাট থানায় একটি মামলা করেন। হত্যায় জড়িত সন্দেহে আবদুল বারেক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ একজনকে গ্রেপ্তারের পর অপর অভিযুক্তরা গা-ঢাকা দেন। ফলে তাদের সঙ্গে বক্তব্য জানা যায়নি।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, সিরাজ উদ্দিন ও আবদুল বারেক একই ভিটাবাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বুধবার রাতে উভয় পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আবদুল বারেকের পরিবার আরো লোকজন নিয়ে সিরাজ উদ্দিনের পরিবারের ওপর কাঁচি, দা দিয়ে হামলা করে।

দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, হত্যায় জড়িত সন্দেহে আবদুল বারেক নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি জানান, জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারধরে হাতিয়ায় আবুল কালাম নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ওঠেছে। গত বুধবার সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের নতুন সুখচর আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালাম ওরফে কামাল মোল্লা (৭০) ওই গ্রামের আবদুল মালেকের ছেলে।

কামাল মোল্লার ছেলে রাশেদ উদ্দিন ও মামাতো ভাই আলতাফ জানান, স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কালামের জমি দীর্ঘ দিন থেকে বর্গা চাষ করতেন কামাল মোল্লা। ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন প্রতিবেশী বস্তাওয়ালাগো বাড়ির ফাহিম, রহমান, বাবর, আনোয়ার, কমলা, নাজমা, মনোয়ারাসহ তার ঘর ভাঙচুর ও দখল করে। খবর পেয়ে কামাল মোল্লা বাড়িতে গেলে তাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে আলতাফসহ অন্যরা গুরুতর আহত কামাল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন (বৃহস্পতিবার সন্ধ্যা) পর্যন্ত কোনো মামালা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close