সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

তীব্র গরমে বাড়ছে সর্দি-জ্বর, ভোগান্তি

সিরাজগঞ্জে তীব্র গরমে ঘরে ঘরে ভাইরাস জাতীয় সর্দি-জ্বর ছড়িয়ে পড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে ভোগান্তিতে পরেছে মানুষ। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চাপ বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, কিছু দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এ অবস্থা চলছে। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আউট ডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এদের অধিকাংশই ঠান্ডা জ্বর জনিত রোগী। জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়ষীদের মধ্যেও সর্দি-জ্বর, মাথা ব্যথা, জনিতরোগ ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এখানে চিকিৎসা নিতে আসা আব্দুস সোবহান জানান, গত ৩-৪ দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে তাই ডাক্তারের কাছে ঔষধ নিতে এসেছি। তাদের আশপাশের অনেকের জ্বর দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমির হামজা বলেন, আমার গত ২ দিন ধরে জ্বর ও ঠান্ডা লেগেছে তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে ।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার এ বিষয়ে জানান, জেলায় ভাইরাস জাতীয় স্বর্দি জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই স্বর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর মাথা ব্যাথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আবহাওয়া জনিত কারণে এখন সর্দি-কাশি জ্বর হচ্ছে। জ্বরের উত্তাপ বেশি হলে রোগীর মাথায় প্রচুর পানি ঢালতে হবে। সর্দিজ্বর প্রতিরোধের জন্য ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close