খুলনা ব্যুরো
০৫ সেপ্টেম্বর, ২০২৪
খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় চোর সন্দেহে সিরাজ হাওলাদার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
গতকাল বুধবার ভোরে শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে জানান, ৫দিন আগে জাকারিয়া জাকার নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। সেই অভিযোগে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। সে জানায় এ কাজে সিরাজও জড়িত। জাকারিয়া ৭-৮ জন লোক নিয়ে এসে সিরাজকে তুলে নিয়ে যায়। তাকে কুপিয়ে হত্যা করে কালভার্ট মোড়ে ফেলে রেখে যায়।
খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, চোর সন্দেহে সিরাজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন