সংক্ষিপ্ত সংবাদ
মামলায় গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরি মামলায় একটি পিকআপ গাড়ি উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে থানার ঘুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাদশা মিয়া, রাজু, মোবারক হোসেন, বাবুল মিয়া ও বারেক। সলঙ্গা থানার ওসি কে.এম. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
চেক ও সনদ বিতরণ
শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে অসহায় দুংস্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ পত্র বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ইলিয়াছ আহমেদ চৌধুরী মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান। আরো ছিলেন নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধন
নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে একটি পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে গণ মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে ১০ টায় দৈনিক আমার দেশ পাঠক ফোরাম ও সর্বস্তরের জনগণের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনের এ মানববন্ধন হয়। এতে বর্তমান প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এলিজা জামান প্রমুখ।
ত্রাণ বিতরণ
শালিখা প্রতিনিধি
মুগুরার শালিখার ছাত্র, সাধারণ, জনতা, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অর্থায়নে ফেনীর বন্যা দুর্গত ৬০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রোহিথিয়া গ্রামের এসব বিতরন করা হয়। মানুষের অর্থায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধানে শালিখার ফারদিন হাসান সুমন, ইমরান হোসেন , পরেশ রায়, ফিরোজ হোসেন মৃধা, আব্দুল্লাহ বিশ্বাস, হাসিবুল, শেখ রাসেল, সৌম্য মজুমদার, মোহাম্মদ আলী, শিহাবসহ ১৫ জনের একটি প্রতিনিধি দলের চেষ্টায় কাজটি সম্পন্ন করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ
আটোয়ারী প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ২৭০ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করেন দুদক সমন্বিত ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক, সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।
পোনা মাছ অবমুক্তকরণ
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চলনবিলের পয়েন্ট এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে ২টি প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সহকারী প্রকৌশলী (পানাসি) মানিক রতন প্রমুখ।
"