চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইয়ে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা নিতে গিয়ে মো. বাদল আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে ওই ব্যক্তিকে মারধর করা হলে তার মৃত্যু হয়।
বাদল আলী যাদুপুর এলাকার মো. মঞ্জুর আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি মো. মঈনুদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঈনুদ্দিনের কাছে ২ হাজার ৫০০ টাকা পেতেন বাদল আলী। এই টাকা আনতে গেলে গেলে মঈনুদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লাঠি দিয়ে পিটুনি দেওয়া হলে বাদল আলী গুরুতর আহত হন। পরে বাড়ি ফেরার পথেই তিনি মারা যান।
সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া বলেন, ‘পাওনা টাকা আনতে গেলে বাদল আলীকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
"