নড়াইল প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইলের কালিয়া

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ নারীসহ আহত ১২

নড়াইলের কালিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হাত বিচ্ছিন্নের ঘটনায় ঢাল-সড়কি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক নারীসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের সঙ্গে একই এলাকার বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমানের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন।

জানা গেছে, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পিকুলের কাছে হেরে যান স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর। এরপর থেকে দুজনের দ্বন্দ্ব চরমে ওঠে। গত রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর এলাকায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেলের লোকজন কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউরের বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে।

এদিকে হাত বিচ্ছিন্নের ঘটনায় করা মামলায় পুলিশকে তথ্য দিয়ে দুই আসামি তহিদ শেখ ও লেকবার শেখকে ধরতে সহায়তা করার অভিযোগে বুধবার সকালে আতাউরের সমর্থক নুরু মুন্সীর স্ত্রী জাহিদা বেগমকে তার বাড়িতে গিয়ে বেদম মারধর করে চেয়ারম্যান পিকুলের লোকজন।

পরে জাহিদাকে মারধরের খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি, দা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের ব্যক্তিগত মোবাইল ফোন গতকাল একাধিক কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘আতাউরকে জখমের ঘটনায় মামলা হয়েছে। এতে দওই আসামি গ্রেপ্তারও হয়েছে। এ নিয়ে বুধবার দুই দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close