মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর
ফুটপাতে চাঁদা তোলা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
টাঙ্গাইলের মির্জাপুরে ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলা কেন্দ্র করে বিএনপির দুই নেতার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই আন্ডারপাস এলাকায় এই সংঘর্ষের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের লোকজনের মধ্যেই এই সংঘর্ষ হয়। এতে শফিকুল (৪১), রাশেদ (৩০), কালাম (৩০) ও রবিন শেখ (৩০) নামের চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, বিগত সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাসের নিচে বসা অস্থায়ী কয়েকশত দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করত আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। প্রতিটি দোকান থেকে প্রতিদিন ৫০-১০০ টাকা করে চাঁদা তোলা হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ওই এলাকায় চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম।
এরপর থেকে ওই এলাকায় চাঁদাবাজি বন্ধ হয়ে যায়।
এদিকে স্থানীয় এক দোকানদার বলেন, ৫ আগস্টের পর থেকে আন্ডারপাস এলাকায় কেউ চাঁদা নেয় না। তবে এখানকার নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নিজেরা ৩০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। মূলত এই টাকা উত্তোলনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে।
জানতে চাইলে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
"