শরীয়তপুর প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রাথমিকের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত

শরীয়তপুরের ভেদরগঞ্জে অসাদাচরণের দায়ে অভিযোগের পেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৯ আগস্ট শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত শিক্ষকরা হলেন- ৫৬ নম্বর ইকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাবুল করিম মেনন, ১৩৬ নম্বর সূর্যমনি হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তার সীমা ও ৬০ নম্বর দক্ষিণ রাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান।

নুরুল হাসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অসাদাচরণের দায়ে অভিযোগের পেক্ষিতে সরকারি কর্মচারি আইন ২০১৮-এর ৩৯(১) ধারায় ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনজন সহকারী শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত সময়ে তারা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। অফিস আদেশ জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

অভিযোগে সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহীনুর আক্তারের সঙ্গে ঐদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন ধরনের হুমকি প্রদান, প্রতি ব্যাচ থেকে তিন হাজার টাকা করে চাঁদা দাবি করেন অভিযুক্ত ওই শিক্ষকরা। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ভেদরগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহীনুর আক্তারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close