রাজশাহী ব্যুরো
রাজশাহীর পদ্মায় নিখোঁজ চার কৃষকের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার একদিন পর চার কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরো দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করা হয়।
মারা যাওয়া কৃষকেরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়ারের বাসিন্দা।
এর আগে গত রবিবার রাত ৮টার দিকে ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ শেষে ছোট নৌকায় পদ্মা নদী দিয়ে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি পৌঁছলে তাদের নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ১২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ ছিলেন।
এদিকে নৌকা ডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের পাঁচ সদস্যের একটি ডুবুরি ইউনিট সোমবার ভোর ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তীব্র স্রোত এবং ঘটনাস্থলটিও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ গজ দূরে হওয়ার কারণে অভিযানটি স্থগিত করে ফিরে আসেন। তবে নদীতে স্রোত কমলে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর সোমবার রাত ১০টার দিকে দুইজনের এবং মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
"