উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলাসহ অন্য মামলার এজাহারনামীয় ২ রোহিঙ্গাকে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড রাইফেলের গুলি, ১টি শর্টগানের কার্তুজ ও ১টি ব্যাগসহ গ্রেপ্তার করেছে।

গত সোমবার রোহিঙ্গা ক্যাম্প-৫, ব্লক-ডি/৬ থেকে ক্যাম্প-৬ এ পারাপারে বাঁশের সেতুর ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ক্যাম্প-২/ইস্টের ৩/ওয়েস্ট-বি-ব্লকের ইব্রাহিম (২৬) ও ১/ডি-ব্লকের জাহাঙ্গীর আলম (২১)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের নেতৃত্বে ক্যাম্প-৫ এর মোচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড রাইফেলের গুলি, ১ টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close