শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে ৭ ইউপিতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব প্রদান
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবাসহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাগরিক সেবা অব্যাহত রাখার স্বার্থে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী গত সোমবার শিবগঞ্জের ৭টি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করার জন্য যথাক্রমে কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরীর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন, আটমূল ইউনিয়নের বেলালা হোসেনের অনুপস্থিতিতে জহুরুল ইসলাম, পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিক মাহমুদ মিলটনের অনুপস্থিতিতে ইনছান আলী প্রামানিক, বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চলের অনুপস্থিতিতে আবুল কালাম আজাদ, বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলামের অনুপস্থিতিতে রোস্তম আলী, শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের অনুপস্থিতিতে আব্দুল হাকিম ও মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব সবুজের অনুপস্থিতিতে ফাহিমা বেগমকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার বলেন, জেলা প্রশাসকের অনুমিতক্রমে জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা অনুপস্থিতের কারণে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।
"