শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

শিবচরে পুলিশ সদস্যসহ দুজনকে কুপিয়ে জখম

মাদারীপুরের শিবচরে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার খলিল মাস্টারের ছেলে পুলিশ সদস্য পলাশ (৩৬) ও একই এলাকার চাঁনমিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)।

গতকাল মঙ্গলবার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আহত পুলিশ সদস্য পলাশের ভাই জাকির হোসেন বলেন, এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিযোগের ব্যাপারে হাদিস খালাশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার পুলিশের সদস্য পলাশের ছেলের আকিকার অনুষ্ঠান হয়। এ সময় তাদের বাড়ির প্রতিবেশী হাদিস খালাশী তার ছেলে শাহ আলম ও রফিকুল এ অনুষ্ঠানে মেহমানদারি করেন। কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাশী না খেয়ে বাড়ি চলে যান। গত রবিবার দুপুরে এ বিষয় নিয়ে রফিকুল খালাশীর সাথে পলাশের কথা কাটাকাটি হয়। গত সোমবার রাতে পলাশ ও আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় হাদিস খালাশী তার দুই ছেলে ও জামাতা আসিফ তাদের ওপর হামলা করে ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, রাতে দুজন রোগী গুরুতর অবস্থায় এখানে আসেন। একজনের অবস্থা খুবই খারাপ ছিল।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close