সংক্ষিপ্ত সংবাদ
জুমিয়াদের ত্রাণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় রেমাক্রী ইউনিয়নের খাদ্য সংকট দেখা ৬৫ জুমিয়া পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র থানচি উপজেলার বুলু পাড়া, মেনহাত পাড়াসহ খাদ্য সংকট রয়েছে এমন পাড়াগুলোতে নিজস্ব উদ্যোগে সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে ১৫টি নৌকায় জুমিয়াদের দিয়েছেন। এদিকে খাদ্য সংকটের খবরে সরকারি বেসরকারি উদ্যোগে যেই পরিমাণ ত্রাণ সামগ্রি ৬৫ জুমিয়া পরিবারের প্রায় ২৭০ জনের মধ্যে দেওয়া হয়েছে, তা দিয়ে আগামী ছয় মাস পর্যন্ত খাওয়া যাবে।
কর্মী সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদরের আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠে আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের জেলার আমির ডা. ফজলুর রহমান সাইদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, মামুনুর রশীদ, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির শাহ আলম, পাঁচবিবি উপজেলা আমির সুজাউল হোসেন প্রমুখ।
বিক্ষোভ-মানববন্ধন
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। গতগকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কৃষিসেবা। ফলে সেবাগ্রহীতরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম করছে। বর্তমানে তিনি অফিসে আসা বাদ দিয়েছেন।
চাল বিতরণ
ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধে ৬০ টন চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে ইউপি সচিব খায়রুল আলম মজুমদারের নেতৃত্বে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর সদস্যদের সমন্বয়ে এ চাল বিতরণ করা হয়। ইউএনও তানিয়া ভূঁইয়া জানান, পুরো উপজেলায় ২৫০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, ফুলগাজী সদর ইউনিয়নে প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবে।
সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত সোমবার রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, তার বিরুদ্ধে সন্ত্রাস ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়া বিগত সময়ে আব্দুস সামাদের বাড়ির পাশে তিনজন বিএনপি নেতা কর্মী হত্যা ও বানেশ্বরে বিএনপি কর্মী মজির হত্যায় জড়িত থাকার অভিযোগও আছে।
ত্রাণ সহায়তা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে ৬ লাখ টাকা দিয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমকে তার কার্যালয়ে সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খোকনসহ নেতারা একটি চেক হস্তান্তর করেন।
"