সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ

রায়গঞ্জে বন্ধ পেট্রল পাম্প ভোগান্তিতে চালকরা

সিরাজগঞ্জের রায়গঞ্জের সিকদার ফিলিং স্টেশন এখন বন্ধ। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি পত্র দিয়েছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম সিকদার। এ কারণে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ ছোট, বড় বিভিন্ন যানবাহনের চালকরা।

সরেজমিনে পেট্রোল পাম্পটি বন্ধ ঘোষণা দেওয়ার পর মোটরসাইকেল চালককে তেলের জন্য লাইন ধরে থাকতে দেখা গেছে। কর্তপক্ষ বলছেন, ঢাকা-রংপুর মহাসড়কের ৪ লেন প্রকল্পের আওতায় মহাসড়ক ঘেঁষে সীমানা প্রচীর নির্মাণ করার কারণে পাম্পটিতে ছোট বড় ট্রাক, বাসসহ অন্যান্য যানবাহন তেল নিতে পারছে না। পাম্পটির তেল মেশিন ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ করার কারণে অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রগুলো। এদিকে কার্যক্রম বন্ধ থাকায় বিশেষ করে বিপাকে পড়েছে দামি প্রাইভেটকার ও বিলাসবহুল গাড়িগুলো।

সিকদার ফিলিং স্টেশনে কাজ করা ক্যাশিয়ার শুকুর আলী বলেন, অনেক পুরাতন এই প্রতিষ্ঠানটিতে আমি দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করছি। পাম্পটির সামনে সরকারিভাবে প্রাচীর নির্মাণের কারণে কোনো যানবাহনে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমিসহ প্রায় ২০ জন কর্মচারী রয়েছি। সীমানা প্রাচীর অপসারণের দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন ডিজেল ৬-৯ হাজার লিটার, পেট্রোল ১ থেকে দেড় হাজার লিটার, অকটেন ৩-৫০০ লিটার ও মবিল ২০-৩০ লিটার বিক্রি হলেও সরকারিভাবে প্রাচীর নির্মাণের পর প্রতিদিন গড়ে ডিজেল ১ হাজার থেকে ১ হাজার ২০০ লিটার, পেট্রোল ৫ থেকে ৬০০শ লিটার বিক্রি হলেও মবিল বিক্রি নাই বললেই চলে। এখানে মাসিক বেতন ভুক্ত প্রায় ২০ জন কর্মচারী কাজ করে চলেছেন ১৯৯৬ সাল থেকে।

পেট্রোল পাম্পের মিটার ম্যান রফিক আহমেদ জানান, তিনি ২৪ বছর ধরে এখানে কর্মরত। হঠাৎ পাম্পটি বন্ধ হওয়ার কারণে হতাশায় ভুগছেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীরা রাকিবুল ইসলাম সিকদার জানান, দীর্ঘ ২৬ বছর আমার আওতাধীন ফিলিং স্টেশনটি অধিগ্রহণ করা হয়। রাস্তা মেরামতের জন্য ক্ষতিপূরণ বাবদ অর্থ পূরণ করা হলেও আমি ব্যবসায়িকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রথমত সম্পূর্ণ ফিলিং স্টেশনটি আমাকে পুনারায় প্রতি স্থাপন করতে হয়েছে। পরবর্তীতে ফিলিং স্টেশনে জ্বালানী সংগ্রহের জন্য আগত যানবাহন এবং জ্বালানী গ্রহণ শেষে যানবাহনসমূহ বাউন্ডারি/প্রাচীরের কারণে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে আমার ফিলিং স্টেশনটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এ ব্যাপারে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close