বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

বিজয়নগরে ছেলে হত্যার অভিযোগে বাবা আটক

পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলে এনায়েত উল্লাহ (২০) হত্যার ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।

গত রবিবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত এনায়েত উল্লাহ বিষ্ণুপুর ইউপি মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকার জয়নাল আবেদীনের (স্কুল দপ্তরীর) ছেলে। গতকাল সোমবার বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাবা জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা এনায়েতুল্লাহ একজন স্কুল দপ্তরি। ৫ ভাই ১ বোনের মধ্যে এনায়েতুল্লাহ ৩য়, এনায়েতুল্লাহ সৌদি আরব প্রবাসী ছিল কিন্তু প্রবাসে তেমন ভালো করতে পারেনি। এনায়েত ২৫ দিন পূর্বে বাড়িতে ফিরে আসে এবং একটি অটোরিক্সা কিনে দেওয়ার জন্য পরিবারে চাপ দেয়। এ নিয়ে রবিবার রাতে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে বাবা জয়নাল আবেদীন, মা ও আপন ছোট ভাই ওবায়েদ উল্লাহ মিলে এনায়েতকে বেধড়ক মারধোর করে। এক পর্যায়ে তার বাবা ও তার আপন ছোট ভাই উবায়দ উল্লাহ মিলে এনায়েতকে মারধর করে। লোহার তৈরি সাবল এর আঘাতে তার মাথার পেছনদিক থেঁতলে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close