শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

শৈলকুপায় অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহের শৈলকুপায় মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার দুপুরে উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তার উপজেলার মাইলমারি গ্রামের বাসিন্দা।

র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, রুববার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপার শেখপাড়া বাজার এলাকায় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব মহিষগাড়ি এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজাগুলিসহ মোক্তার মল্লিককে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র আইনে শৈলকুপা থানাতে একটি মামলা করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close