নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিহাদ (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পুনর্বাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত জিহাদ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
নিহত জিহাদের মা রিনা বেগম জানান, আট মাস আগে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বকর ১ হাজার ৭০০ টাকা ধার নেয়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শনিবার এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বকর ধারালো ছুুরি দিয়ে জাহিকে আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, চনপাড়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
"