জামালপুর প্রতিনিধি
জামালপুরে অভিযোগ
উৎকোচে সহকারী প্রধান শিক্ষককে এমপিও করলেন মাউশি কর্মকর্তা
অভিযোগ অস্বীকার মাউশি বিভাগীয় উপপরিচালক রওশনারা খানের
জামালপুরের ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক জাকিউল হক সহকারী প্রধান শিক্ষকের (এমপিওভুক্ত) পদ পেতে শিক্ষা মন্ত্রাণালয়ে অভিযোগ দিয়েছে। সম্প্রতি তিনি সহকারী শিক্ষক জাকিউল হক শিক্ষা মন্ত্রণালয়ে এ অভিযোগটি দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল হক ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন সহকারী প্রধান শিক্ষকের এমপিও পেতে দপ্তরে দুজনেই আবেদন করেন। জাকিউল হক এর আগে মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি জ্যেষ্ঠ শিক্ষকও। পরে ময়মনসিংহের বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) রওশন আরা খান উৎকোচ গ্রহণের মাধ্যমে হাইকোর্ট ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষার (মাউশি) মহাপরিচালকের আদেশ অমান্য করে মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের অন্য শিক্ষক আমজাদ হোসেনকে সহকারী প্রধান শিক্ষকের এমপিওভুক্তি করে দেন।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার (মাউশি) উপ-পরিচালক রওশনারা খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (সাবেক) মো. নাজিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।
মুন্নিয়ারচর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জহুরুল হক ২০২২ সালে মারা যান। পরে মৌলভী শিক্ষক হাবিবুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থাকাকালে সহকারী প্রধানের এমপিওভুক্ত হয়ে আমিই বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি। জাকিউল হক কখনও কোনো এমপিওভুক্ত শিক্ষক ছিলেন না। তার হাইকোর্টের দেওয়া পিটিশন খারিজ হয়ে গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক মো. জাকিউল হক বলেন, রাজনীতির গ্যারাকলে ফেলে ও হাইকোর্টের আদেশ অমান্য করে আমাকে এমপিওভুক্ত না করে মো. আমজাদ হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত করেছেন, যা অবৈধ। তদন্তের মাধ্যমে আমজাদ হোসেনকে প্রত্যাহার করে তার পদে তাকে (জাকিউল হককে) স্থলাভিসিক্ত করার দাবি জানান তিনি।
"